ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকার পুরাতন ফেরিঘাটে পিছন থেকে একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ন-২১১৬২৬) ধাক্কায় একটি প্রাইভেটকার ও দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। এতে করে ওই ট্রাকের আরোহী শাকিল মাদবর (২২) ও সারোয়ার (২৫) নামে ২ জন নির্মাণ শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এদের মধ্যে সারোয়ারকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহত শাকিল মাদারীপুরের শিবচর এলাকার মান্নান মাদবরের পুত্র ও সারোয়ার জামালপুরের ইসলামপুর এলাকার আক্তার হোসেনের পুত্র।
স্থানীয়রা জানায়, ঢাকা গামী ট্রাকটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো ঘ-১৮৩১৬৬) স্বজোড়ে ধাক্কা দিলে প্রাইভেটটি সড়কের র্যালিংয়ের ওপরে ছিটকে পরে। এসময় ট্রাকটি সামনে থাকা তাজ অনন্দ পরিবহনের যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ধ-১১৫৯৩২) একটি বাসের পিছনে ধাক্কা দেয়। পরে তাজ আনন্দ নামে বাসটি প্রচেষ্টা পরিবহেনের একটি বাসকে (ঢাকা মেট্রো ব-১৪৯৬১৬) স্বজোড়ে ধাক্কা দেয়। এঘটনায় ট্রাকের ২ আরোহী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থল থেকে ট্রাকের দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে এঘটনা ঘটে। আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। এঘটনায় কিছুক্ষণ পরেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।