ঠাকুরগাঁওয়ে বেসরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহায়তায় ও লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘরের আয়োজনে তৃতীয় পউষ মেলা ও ১০ম লোকায়ন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে সদর উপজেলার আকচা এলাকায় লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘর চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম পিঠা উৎসব ও পউষ মেলার শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আখতারুজ্জামান, এডিএম শিলাব্রত কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘরের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার প্রমূখ।
পিঠা উৎসব উপলক্ষে লোকায়ন জাদুঘর চত্বরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও পউষ মেলা উপলক্ষে ভাওয়াইয়া গান, দেশের গানের এক বর্নিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিঠা উৎসবে বিভিন্ন স্কুলের ১২ টি স্টলে প্রায় ৫ শতাধিক বিভিন্ন প্রকার পিঠা স্থান পায়।