রাব্বু হক প্রধান,
আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধিঃ পঞ্চগড় জেলায় আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দিন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিনকে আবারো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন এবং পুরস্কৃত করেন।
গত ২০২০ সালের আগস্ট মাসের পারফরম্যান্স বিবেচনায় করে তাঁকে ১০ সেপ্টেম্বরে পঞ্চগড় জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করে শ্রেষ্ঠত্ব অর্জনের সনদপত্র সহ পুরস্কার প্রদান করা হয়েছিল।
জানা গেছে, মহামারি করোনাভাইরাস, উদ্ধার তৎপরতা, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
আইন শৃঙ্খলা রক্ষা কাজে সহযোগিতায় বিশেষ ভূমিকা রাখায় উপজেলার বারঘাটি পূলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর রঞ্জু আহমেদ ও আটোয়ারী থানার কনস্টেবল ইমরান আলীকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন বলেন- শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সকলেই।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার থানা সমূহের অফিসার ইনচার্জ (ওসি)গণ উপস্থিত ছিলেন।