রাব্ব্বু হক প্রধান, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ ” করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব ” এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে নানান কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালিত হয়।
আইসিটি কর্মকর্তা শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক নারী দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গণ্ডি পেরিয়ে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
এসময় গণমাধ্যমকর্মীরা সহ সরকারি-বেসরকারি নারী উন্নয়নমূলক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলকিস আক্তার জাহান।