রাব্বু হক প্রধান,
আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সীমিত পরিসরে পঞ্চগড়ের আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার(২৬মার্চ)উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। পরে ধারাবাহিকভাবে আটোয়ারী থানার পক্ষ থেকে ওসি মোঃ ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, জাতীয় পার্টির পক্ষ থেকে পইম উদ্দীন আহম্মেদ, বিএনপি’র পক্ষ থেকে আব্দুল্লাহ বাকী, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ এম.এ মান্নান পুস্পস্তবক অর্পণ করেন। এসময় আরো অন্যান্য সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান।
পরে সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন।
এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বয়ইস ইন স্কাউটস ও রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।
পরে পরিষদের হলরুমে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দিনব্যাপী দিবসটি উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে করোনাভাইরাসের প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করা হয়েছে সব আয়োজন।