করোনার দ্বিতীয় ওয়েবে আক্রান্তের সংখ্যা দিনদিন ঊর্ধ্বগতিতে। এমত অবস্থায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী করোনার শুরু থেকেই নানা সচেতনামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন ঘিওর থানা পুলিশ।
এরই আলোকে সোমবার সকাল থেকেই সরকার ঘোষিত লকডাউন এর প্রথম দিনে ঘিওরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ, কাঁচা বাজারে শারীরিক দূরত্ব করণসহ নানা সচেতনামূলক কার্যক্রম চালান ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এ সময় থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর কামাল হোসেন, ওসি তদন্ত মহাব্বত খানসহ পুলিশের অন্যান্য সদস্য বিন্দৃ উপস্থিত ছিলেন।