নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি অফিসার কৃষিবীদ মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, প্রাণি সম্পদ অফিসার ডা: আশিষ কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিক্ষাবিদ নূরুল হক মাষ্টার।
এ সময় সেখানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।