সুমন কাজী, শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ আনিছুর রহমানের পক্ষে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিনের প্রচারনা শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত গণসংযোগ।
আগামী ১৬ তারিখ দেশের গুরুত্বপূর্ণ পৌরসভার মধ্যে অন্যতম গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচন। আজ ১৪ই জানুয়ারী শেষ হচ্ছে নির্বাচনি প্রচারনা।
১ জানুয়ারী প্রচারনা শুরু হওয়ার দিন থেকে ১৪ জানুয়ারী প্রচারনা শেষ দিন পর্যন্ত, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিনের নেতৃত্বে, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ আনিছুর রহমানের পক্ষে পৌরসভার ভিবিন্ন প্রান্তে গণসংযোগ করেন।
এ সময় তিনি এবং তাঁর কর্মিসমর্থকরা লিফলেট বিতরণের পাশাপাশি ভোটার দের কাছে নৌকা প্রতিকে ভোট চান।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল আলাম রবিন বলেন শ্রীপুর পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ আনিসুর রহমানকে ভোট দিন।