রাজাপুর সংবাদদাতা ঃ মুজিববর্ষে একজন মানুষ ও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক মতবনিময়ও প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসন। আজ বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবনিময়ও প্রেস ব্রিফিং এর আয়োজন করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।
প্রেস ব্রিফিংএ নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ২৩ জানুয়ারী সকাল সোয়া দশটায় সারা দেশে এক যোগে ৬৬হাজার ১শত ৮৯টি পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩হাজার ৭শত ১৫টি পরিবারকে জমিসহ ব্যারাকে পূর্নবাসন কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কার্যক্রমের আওতায় রাজাপুর উপজেলায় ক তালিকায় যাদের জমি নাই ও ঘর নাই ক্যাটাগরিতে ৬০১ পরিবারকে ভূমিহীন ও গৃহহীন হিসেবে বাছাই করা হয়েছে।এরমধ্যে প্রথম পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৩৩টি ঘরে বরাদ্দ পাওয়া গেছে এবং গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে। দুই শতাংশ জমির উপর দুই কক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা ঘর উপহার পাবেন প্রতিটি পরিবার । জেলায় প্রথম পর্যায়ে প্রাপ্ত ৪৭৪টি ঘরের মধ্যে ৩৩৩টি ঘর রাজাপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করা হবে।
তিনি আরও বলেন, ৩৩৩টি ঘরের মধ্যে ৫১টি ঘরের নির্মাণ ইতিমধ্যেই শেষ হয়েছে যা আামী ২৩ জানুয়ার্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্বোধন কার্যক্রমের পর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। এছাড়াও বাকি ঘরগুলো নির্মাণের কাজ চলমান রয়েছে। যা পর্যায়ক্রমে নির্মাণপূর্বক সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর
করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি অনুজা মন্ডল, রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর,মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মস্তোফা কামাল সিকদার,বরইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম মন্টু ও রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মঈনুল হক লিপু প্রমুখ।