আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ভালুকাতেও পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
সোমবার (১৫ মার্চ) সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, উপজেলা স্যানেটারী অফিসার মিজানুর রহমান মিজান প্রমুখ। বক্তারা পরিবেশ দূষণ রোধে সকল ধরনের প্লাষ্টিক পণ্য ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান।