আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আগামী ৩০ জানুয়ারী তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ময়মনসিংহের ভালুকা পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব হাতে খান তার নির্বাচনী প্রচারণায় বাঁধা।
পোষ্টার ও মাইক ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ এনে রোবরার (২৪জানুয়ারী) সকালে ভালুকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করেছেন।
ভালুকা বাজাররস্থ প্রার্থীর কার্যালয়ে রবিবার সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাতেম খান বলেন- লুট নয় ভোট চাই। ভোটাররা যাতে নির্ভিগ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে জোড় দাবি জানাচ্ছি।
এ সময় তিনি ধানের শীষ মার্কার প্রচারনার মাইক ভাংচুর, পোষ্টার ছেঁড়া, নৌকা প্রার্থীর পক্ষে বাহিরের লোকজন পৌরসভায় জড়ো করে ভোটারদের মনে ভয়ভীতির সৃষ্টি, মোটর সাইকেল মহড়া ও নৌকার মিছিলসহ বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন। রির্টানিং কর্মকর্তা বরাবর এসব অভিযোগ দিলেও দৃশ্যমান কোন পদক্ষপ চোখে না পড়ার অভিযোগ করে তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মিডিয়াকর্মীসহ সকললের সহযোগিতা কামনা করেন।
অভিযোগের ব্যাপারে রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গাীর হোসেন জানান, তদন্তে অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আমরা আইনী ব্যবস্থা নিব। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।