ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : সারাদেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
রোববার(০৭মার্চ) দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে সকাল ৯টা থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বিকেলে ভালুকা সরকারি গার্লস স্কুল মাঠে পুলিশ প্রশাসনের আয়োজনে ওসি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার হারুন অর রশিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরমেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম প্রমূখ।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ প্রমূখ।