সফিউল্লাহ আনসারী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নলুয়াকুড়ি প্রিমিয়ার লীগ ও নিশিন্দা হিরোস ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
উপজেলার পাড়াগাঁও গ্রামে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে ক্রিকেট ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক- আঃ রউফ, কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারী, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, আ’লীগ নেতা ইব্রাহীম সরকার, যুবলীগ নেতা কামরুল ইসলাম, ছাত্রনেতা শাকিব খান, সুমন তালুকদার প্রমূখ।
খেলায় তালুকদার ফায়ার ফাইটা বনাম বুম বুম সিক্সার্স অংশ নেয়। অপরদিকে উপজেলার নিশিন্দা হিরোস ক্লাবের ক্রিকেট ফাইনাল খেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার ভরাডোবা ইউনিয়নে নিশিন্দা গ্রামেই খেলা উদ্বোধন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আফতাব উদ্দিন পাঠান, উপজেলা আন্ঞলিক শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক বাবুল শেখ, নিশিন্দা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম মানিক, ইউ পি সদস্য হাবিবুর রহমান হবি, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান মানিক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক, হিরোস ক্লাবের সভাপতি পলাশ প্রমুখ।