মনিরুজ্জামান মুন্না, নওগাঁ : নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলার এবং সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা উচ্ছেদের হুমকিদাতাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৩ঃ৩০ ঘটিকায় নওজোয়ান মাঠের সামনে নওগাঁ থিয়েটার এর আয়োজনে ও নওগাঁ থিয়েটার এর আহবায়ক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নির্মিতব্য ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি প্রতিরোধে এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদর হুমকিদাতাদের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরো উপস্থিত ছিলেন, প্রথম আলো বন্ধুসভা, নওগাঁ। স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরী, নওগাঁ ভলিন্টিয়ার্স, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম, ভাষা সৈনিক ডাঃ মুঞ্জুর হোসেন সাংস্কৃতিক পরিষদ, জহির রায়হান চলচিত্র সংসদ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, একুশে পরিষদ নওগাঁ, বাংলাদেশ মানবাধিকার কমিশন এই মানববন্ধনটিতে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদস্য সচিব অ্যাড ফজলে মাহমুদ চাঁদ, কামাল সিদ্দিকী বাবু, মো তছির উদ্দিন, মো খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, রহমান রায়হান বাহাদুর, মাহবুবুর আলম আলো, মোসাদ্দেক হোসেন, নাইমুর রহমান প্রমূখ।