আল মামুন, স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুরের পদ্মা-যমুনার চরাঞ্চলে ‘যাদের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাদের জমি ফিরিয়ে দেওয়া হবে’ আগামী নদীভাঙন মৌসুমের আগেই।
পদ্মা-যমুনার নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জের পদ্মা-যমুনার নদীভাঙন এলাকা পরিদর্শনে দৌলতপুরের চরকাটারীর ভাঙন এলাকায় ভাঙনের শিকার জনগণের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, পদ্মা-যমুনায় ড্রেজিং করা হবে এবং যাদের জমি নদীতে গেছে তাদের জমি ফিরিয়ে দেওয়া হবে। এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় ও বাপাউবো তত্ত্বাবধায়ক আবদুল মান্নান, জেলার বাপাউবোয়ের প্রকৌশলী মাঈমুল ইসলামসহ বাপাউবোয়ের বিভিন্ন কর্মকর্তাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।