শরিফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নে দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
বুধবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুরে বেগম আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও টিউবওয়েল ও এলজিএসপি প্রকল্পের আওতায় বিনামূল্যে নারী সেলাই কাজের প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এবং যমুনা নদী ভাঙ্গন রোধে বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করেন সাংসদ দুর্জয়।
এ সময় বাঁচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দুর্জয় বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সব সময় দেশের উন্নয়ন নিয়ে ভাবেন। বর্তমান সরকার আমলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজসহ প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও নদী ভাঙ্গন রোধে সাংসদ বলেন, ইতিমধ্যে যমুনা নদী ভাঙ্গন রোধে ৪০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাস হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। তিনি আরো বলেন, নদী ভাঙ্গন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। খুব শীঘ্রই বিশেষ প্রকল্পের মাধ্যমে নদীতে ড্রেজিং করে দু’পারে স্থায়ীভাবে বাধ নির্মাণ করা হবে বলে সকলকে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টু, আবু তাইবুর রহমান টিপু, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী সাংসদের বড় ভাই নুরুল হুদা দুর্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর আব্বাস আকাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ আ’লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।