নাহিদ শিকদার, ঘিওর প্রতিনিধিঃ দেশ যখন করনো মহামারিতে পিছিয়ে যাচ্ছে, ভয়-ভীতে মানুষ যখন থমকে যাচ্ছে আর অন্য দিকে মহামারির সঙ্কায় মানুষ যখন পুজি গচ্ছিগত করে রাখছেন ঠিক তখনও বসে নেই ঘিওর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।
করোনা মহামারির মধ্যেও মানিকগঞ্জের ঘিওর ইউনিয়নের প্রতিটি গ্রাম ও মহল্লায় উন্নয়নমুলক কাজ চালিয়ে যাচ্ছে তিনি। তিনি এই মহামারী করোনা আতংকে আতংকিত না হয়ে সর্বদা তাঁর ইউনিয়নের সকল এলাকার লোকজনের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে বিভিন্ন উন্নয়ন মুলক পদক্ষেপ গ্রহণ করছেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। করোনার মাঝেও তিনি কুস্তা গ্রামে ভাঙা রাস্তা মেরামত করেন।
গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তা ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়লে তিনি তা মেরামত করে জনগণের চলাচলের ব্যাবস্থা করেন। ঘিওর বাজারে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়ে যায়। যার কারনে বাজারের লোকজন অনেক সমস্যায় পড়ে যান। জনগণের মঙ্গল চিন্তা করে তিনি বাজারে ড্রেনের ব্যাবস্থা করে জলাবদ্ধতা নিরসনে অগ্রনী ভুমিকা পালন করেন। বাজারের লোকজনের সমস্যার সমাধান করেন।
ঘিওর ইউনিয়নের জনগণ বলেন, বিগত যত চেয়ারম্যান এসেছে এবং ১৫ বছরে যা করতে পারেননি তাই করে দেখিয়েছেন চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল। তার এই তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আগামীতেও জনাব অহিদুল ইসলাম টুটুল’কে চেয়ারম্যান হিসেবে পেতে চাইছেন জনগণ।