রবিন তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সদর থানা পুলিশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে (০৭ মার্চ) রবিবার বিকেলে পুলিশ লাইন অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে অনুষ্ঠানের উদ্ভোদন করা হয়। পরে ৭ ই মার্চ এর উল্লেখযোগ্য ডকুমেন্টারি প্রদর্শন এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আতাউল গণি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান আনিছ প্রমুখ।
এ সময় জেলা পুলিশের অন্যন্য অফিসারবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।