বিল্লাল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ “মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মহামারি কোভিট-১৯ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর পলাশের বিভিন্ন জনাকীর্ণ স্থানে আজ রবিবার বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, দ্বিতীয় ধাপে কোভিট-১৯ মোকাবেলায় জনসাধারণকে মাস্ক পরিধান করার অভ্যাস ও তাদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে আমরা মাস্ক বিতরণ করেছি। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন এ ধরণের সচেতনামূলক কার্যক্রম আমাদের পক্ষ্য থেকে অব্যাহত থাকবে।