চাঁদপুরের কচুয়া আসন্ন ৮নং কাদলা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নুরে-ই আলম রিহাত এর আলোচনা এবং উঠান বৈঠক করেন শুক্রবার সন্ধ্যা ৪নং ওর্য়াড সখিপুর মির বাড়িতে।
এসময় এলাকাবাসী সাথে কথা বলেন চেয়ারম্যান পদ প্রার্থী নুরে-ই আলম রিহাত বলেন ৮নং কাদলা ইউনিয়ন বাসী আমাকে যোগ্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমি কাদলা ইউনিয়ন বাসীর সুখে এবং দুঃখে পাশে থাকবে ইনশাআল্লাহ।
আমাকে একবার চেয়ারম্যান হিসেবে আপনারা সুযোগ দিয়ে দেখুন আমি আপনাদের জন্য কি করি, এবং শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন লক্ষ্যে সর্বদা নিয়োজিত থাকেবে, জননেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি স্যারের হাত কে শক্তি শালি করতে আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন।
সমাজের সকল ধরনের মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত সুন্দর একটি সমাজ গড়তে তিনি সকলের সহযোগিতা চান। সমাজের সব ধরনের সচেতন ব্যক্তিদের কে আমার পাশে থেকে অপরাধ মূলক তথ্য দিয়ে সহায়তার কথা বলেন তিনি। এবং যে কোনে সমস্যা আমাকে পাশে পাবেন। এই সময় নুরে-ই আলম রিহাত কে সৎ, যোগ্য, শিক্ষিত নিরবিক তরুন আইকন হিসাবে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে এলাকা বাসী।