আবিদ হাসান নানাভাই, গফরগাঁও প্রতিনিধি : ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা, ২০১৮ সালে দেয়া স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা ও ২০শে ফেব্রুয়ারী ২০২০সালে স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী- স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মরত ৮৬ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মসূচী করে। বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি চলাকালে গফরগাঁও উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক অহিদুজ্জামান, সদস্য সচিব আজহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে, অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী তাদের এ দাবীকৃত বিষয়গুলো বাস্তবায়নে কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।