বিনোদন প্রতিনিধি : বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আসিফ নূর। যে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন । আগামী ১৯ ফ্রেব্রুয়ারি আসছে তার অভিনীত ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। ছবির বর্তমান অবস্থা নিয়ে কথা হয়। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি মারুফ সরকার।
কেমন আছেন আপনি?
আসিফ নূর : আল্লাহ রহমতে ভালো আছি।
১৯ তারিখে মুক্তি পাচ্ছে আপনার অভিনীত ছবি এটা নিয়ে কেমন লাগছে?
আসিফ নূর : খুব ভালো লাগছে। প্রায় ৫ বছর পর এটি মুক্তি পাচ্ছে। ছবিটির শুটিং করেছিলাম ২০১৬ সালে এটি মুক্তি পাচ্ছে ২০২১ সালে তাই ভালোই লাগছে।
এই ছবিতে আপনার অভিনয় কি ছিলো?
আসিফ নূর : এখানে আমার অভিনয় ছিল ছাত্র নেতা। আমি অধরা খান আর সুমিত এই ৩ জন হলো বন্ধু ছিলাম। আর এই বন্ধু থেকে প্রেম। এভাবে এগিয়ে যায় গল্প।
পাগলের মতো ভালোবাসি ছবিতে আপনার কোনো ভালো স্মৃতি মনে পরে কি?
আসিফ নূর : খুব অল্প সময়ের মধ্যে সবার আমি প্রিয় মানুষ হয়ে উঠেছিলাম এটাই আমার কাছে সবচেয়ে ভালো স্মৃতি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
পাগলের মতো ভালোবাসি ছবিতে আপনার কোনো খারাপ স্মৃতি মনে পরে কি?
আসিফ নূর : সবার সাথে এতো ভালো সম্পর্ক হয়ে উঠেছিল যে যেদিন শুটিং শেষ হয়েছিল এটা আমার কাছে খুব খারাপ লেগেছিলো।
সবশেষ দর্শকদের উদ্দেশে কিছু বলেন?
আসিফ নূর : আমি দর্শকদের উদ্দেশে একটা কথা বলবো আপনারা হলে গিয়ে বেশি বেশি বাংলা ছবি দেখবেন ,আর ১৯ তারিখ অবশ্যই স্বাস্থবিধি মেনে হলে গিয়ে পাগলের মতো ভালোবাসি দেখবেন। আপনাদের ভালো লাগলেই আমাদের কাজের সার্থকতা বাড়বে।
এতক্ষণ সময় দেয়ার জন্য ধন্যবাদ?
আসিফ নূর : আপনাকেও ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদ দিতে চাই পত্রিকার সম্পাদক সহ পরিবারের সবাইকে।