নায়িকা হিসেবে পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ১২ মার্চ মুক্তি পাচ্ছে দীঘি অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দুটি। শামীম আহমেদ রনী ও দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমা দুটিতে দীঘির বিপরীত অভিনয় করেছেন যথাক্রমে নবাগত শান্ত খান ও আসিফ ইমরোজ।
সিনেমা মুক্তি দীঘির জন্য নতুন কিছু নয়। বড় পর্দায় তাকে বহুবার দেখেছে দর্শক। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। কিন্তু এসব কিছুই সেই ছোট্ট দীঘির পরিচয়। এক সঙ্গে দুই সিনেমা মুক্তি উপলক্ষে একান্ত আলাপ করেছেন দীঘি। আলাপের চুম্বক অংশটুকু তুলে ধরা হলো-
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রসঙ্গে-
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ আমার কাছে সবসময় স্পেশাল কারণ নায়িকা হিসেবে এটি আমার প্রথম সিনেমা। এ সিনেমা এতো তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে এ জন্য খুবই ভালো লাগছে। এ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করেছি।
‘তুমি আছো তুমি নেই’ প্রসঙ্গে-
এটি আমার দ্বিতীয় সিনেমা। নতুন জুটি দেখতে পাবে দর্শক এ সিনেমায়। রোমান্টিক ধাঁচের গল্প এটি। ১৫ দিন একটানা কাজ করেছি। পুরো টিম বেশ পরিশ্রম করেছে এ সিনেমার জন্য। ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করেছি আমরা।
এক সঙ্গে দুই সিনেমা মুক্তি-
জোড়া সিনেমা মুক্তি পাওয়া খুব ভালো লাগছে। দুটি দুই ঘরানার সিনেমা। এটি অফ-ট্র্যাক, আরেকটি ফুল কর্মাশিয়াল। একসঙ্গে দুই ঘরানার দর্শক আমি পাচ্ছি। খুবই মজা লাগছে। আমি সত্যি খুব উচ্ছ্বসিত, আনন্দিত।
বর্তমান ব্যস্ততা-
এই মুহূর্তে ওয়েব ফিল্মের সেটে আছি। আজ (২ মার্চ) থেকে শুটিং শুরু হয়েছে। চলবে ৬ মার্চ পর্যন্ত। এতে ইয়াশ এবং সাবেরী আলম রয়েছে আমার সঙ্গে। আপাতত এটা নিয়ে ব্যস্ত আছি।
‘বঙ্গবন্ধু’ বায়োপিক প্রসঙ্গে-
আমার অংশের অনেকটাই চিত্রায়ণ শেষ হয়েছে। বাকি কাজটুকুর জন্য মার্চের শেষ সপ্তাহে মুম্বাই যাওয়ার কথা রয়েছে। তবে তারিখ এখনো নিশ্চিত হয়নি।
নতুন খবর-
নতুন আরও অনেকগুলো খবর আছে। তবে একসঙ্গে সব খবর দিতে চাই না। আস্তে আস্তে দিব। আপাতত সিনেমা মুক্তি পাচ্ছে এটার দিকেই ফোকাসটা থাকুক সবার।