আজ ১লা মার্চ, কবি সম্পাদক দ্বীপ সরকার এর ৪০তম জন্মবার্ষিকী। ১৯৮১ইং সালের ১লা মার্চ বগুড়া জেলার জন্ম গ্রহণ করেন তিনি। পিতা মৃত হাবিবুর রহমান, মাতা আছিয়া বেওয়া। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
গুণী এই সাহিত্যিকের সাহিত্যের হাতেখড়ি শুরু হয় ক্লাস সিক্স বা সেভেন থেকে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। এক ছেলে এক মেয়ের বাবা। পেশায় বেসরকারি চাকুরে।
কবি’র প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে,
১। ভিন্ন ভাষার গোলাপজল (২০১৮)
২। ডারউইনের মুরিদ হবো (২০১৯)
৩। ফিনিক্স পাখির ডানা (২০২০)
এছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ, উপন্যাস লেখেন নিয়মিত।
মিডিয়া জগতে বেশ পরিচিত নাম দ্বীপ সরকার। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন পোর্টাল, ওয়েবম্যাগ, ব্লগেও নিয়মিত লেখেন। নববার্তা পরিবারের পক্ষ থেকে কবি’র জন্মদিনে অভিনন্দন এবং শুভেচ্ছা।