শরীফ, কুবি প্রতিনিধি # কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রীকে এক শিক্ষকের যৌন হয়রানির অভিযোগ উঠিয়ে নিতে ভূক্তভোগী এক ছাত্রীকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে খোদ প্রক্টরিয়াল বডির এক সদস্যের বিরুদ্ধে। এতে হুমকিদাতার নাম উল্লেখ করে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী এক ছাত্রী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহাকারী অধ্যাপক জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় বাংলা বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু নিজের সন্ত্রাসী বাহিনী নিয়ে ঐ ছাত্রীর আত্মীয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে করেছেন। সেই সাথে ঐ ছাত্রীর বাসায় লোক পাঠিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে সহকারী প্রক্টর জনাব রাজুর বিরুদ্ধে। এতে ভূক্তভোগী ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে হুমকির বিচার ও নিজের নিরাপত্তার দাবি জানান।
নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু এ প্রতিবেদককে জানান, তিনি ঐ ছাত্রীর বাসায় যাননি। তবে তিনি ছাত্রীর আত্মীয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে সহকর্মীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। অভিযুক্ত শিক্ষক শাস্তি পেয়েছেন তাই তিনি অভিযোগ তুলে অনুরোধ করেছেন। অভিযোগের বিষয়ে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের বলেন, ‘সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজুর নাম উল্লেখ করে হুমকির বিষয়ে যৌন হয়রানির অভিযোগ করা এক ছাত্রী সোমবার লিখিত অভিযোগ করেছেন।’
জানা যায়, গত ৯ এপ্রিল রেজিস্ট্রারের বরাবর নিজ বিভাগের সহকারী অধ্যাপক জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের (ইএমবিএ) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে জনাব আজমল আলীকে বিশ্ববিদ্যালয়ের থেকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এতে পরবর্তি নির্দেশ না আসা পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কোন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারছেন না।