আদিল সরকার, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ড. রুহুল আমিন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিভাগের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক আব্দুস শাহীদ মিয়ার সভাপতির মেয়াদ শেষ হয়। পরে বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ড. রুহুল আমিনকে আগামী তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পদে দায়িত্ব দেন।
শনিবার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক আব্দুস শাহীদ। পরে অনুষ্ঠানে নতুন দায়িত্বপ্রাপ্ত হওয়ার অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ড. রুহুল আমিন।
এছাড়াও এরআগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. সেলিনা নাসরীন অধ্যাপক ড. জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক আব্দুস শাহীদ মিয়েকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। একইসাথে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে সংবর্ধনামূলক ক্রেস্ট প্রদান করে বিভাগের শিক্ষকরা।