আজ বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৩ পূর্বাহ্ন
নিহতরা হলেন, প্রাইভেটকার চালক শাহিন (৪৫), যাত্রী আফিয়া বেগম (৯০) ও রিফাত (৪)। শেষের দু’জন ঢাকায় নেয়ার পথে বিকেলে মারা যান।
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ১নং গেইটে জিলানী পেট্রল পাম্পের সামনে একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. হোসেন সরকার জানান, সাভার থেকে থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার সিলেট মাজার জিয়ারতের জন্য যাচ্ছিল। পথে শাহবাজপুরে ঢাকা ক্যান্টনমেন্টগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা নেয়ার পথে দুই যাত্রীর মৃত্যু হয়।