আজ শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৩ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি: ‘‘মাদক ছাড় খেলা ধরো’’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে চিরাপাড়া ইউ.পি সমাজকল্যাণ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা মাঠে ফাইনাল ম্যাচে কাউখালী সদর ইউনিয়ন ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-২ গোলে ড্র হলে পরে ট্রাইবেকারে কাউখালী সদর ইউনিয়ন চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নকে হারায়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক আলী খান পান্না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ এ.কেএম আউয়াল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ মিন্টু তালুকদার, ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন সহ আরও অনেকে। খেলায় রেপারির দায়িত্ব পালন করেন কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার।