শুক্রবার, ২০ Jul ২০১৮, ০৮:২৯ অপরাহ্ন

English Version
সংবাদ শিরোনাম :
হালুয়াঘাটে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা ইউপি চেয়ারম্যান ও নারী মেম্বারের নগ্ন ছবির লিফলেট, চলছে তোলপাড় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা নগরবাসীর কল্যাণে জীবন উৎসর্গ করতে চাই : কামরান সেলিমের ২০ হাজার টাকা ‘কুল্লেখালাস’ বগুড়ায় ক্লিনিক নামের মরণ ফাঁদ, গেলেই অপারেশন আওয়ামী লীগ প্রতিহিংসার নয়, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী : কামরান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বলা হচ্ছে অবান্তর কথা : কুশিঘাট ও কুয়ারপাড়ে কামরান জিপিএ-৫ শীর্ষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যু, ডলফিন ক্লিনিক সিলগালা, তদন্ত কমিটি গঠন


জাবিতে পিডিএফ’র বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন ও মানববন্ধন

জাবিতে পিডিএফ’র বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন ও মানববন্ধনজোবায়ের কামাল, জাবি প্রতিনিধি: আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে “সকলের জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ” এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ফিজিকালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট (পিডিএফ) এর উদ্যেগে মানববন্ধন পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, প্রত্নতত্ত বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল কবির, পিডিএফ’র সাবেক সভাপতি আব্দুল জলিল, বর্তমান সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক ঐশী দাস।

মানববন্ধনে বক্তারা বলেন, “সারাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীরা শিক্ষার সুযোগ পেলেও বর্তমানে তাদের পড়াশোনার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা বিদ্যমান। তবে এসব শিক্ষার্থীরা ক্যাম্পাসে, বিভাগে ও হলে চলাফেরা ও পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাই প্রতিবন্ধীদের জন্য শুধু সাংবিধানিক বিবেচনায় নয়, যেকোন বিবেচনায় তাদের অধিকার নিশ্চিত করতে হবে।”

এসময় বক্তারা প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে উপাচার্যের প্রতি বিভিন্ন দাবি জানান। দাবিসমূহ- প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তির কোটা বৃদ্ধি, লাইব্রেরীতে পড়াশোনার ব্যবস্থা করা, প্রত্যেক অনুষদে র‌্যাম্প লাগানো, আর্থিক অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা, দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য পৃথক রেকডিং কক্ষের চালু করা, প্রতি হলে একটি করে প্রতিবন্ধি প্রক্ষালন কক্ষ নিশ্চিত করা।

এদিকে মানববন্ধন শেষে সংগঠনটি র‌্যালির আয়োজন করে। র‌্যালি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেক কাটা ও স্বাক্ষরতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অধ্যয়নরত আছে।

ফেসবুক থেকে মতামত দিন

Please Share This Post in Your Social Media
ফুটবল স্কোর© 2018 Nobobarta । Privacy PolicyAbout usContact DMCA.com Protection Status
Design & Developed BY Nobobarta.com