আজ বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৯ পূর্বাহ্ন
ঢাকা: পিরোজপুর – ৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে চান বিএনপি নেত্রী এলিজা শারমিন মুন্নি।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে দিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করে অবহেলিত পিরোজপুর – ৩ আসনের আওতাভুক্ত মঠবাড়ীয়া এলাকাকে আধুনিক, মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পরেন এলিজা শারমীন মুন্নী।ই।১/১১ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রেখেছেন অগ্রণী ভূমিকা।
দলীয় নেতা কর্মীরা জানান, গত ১০ বছর সরকার বিরোধী আন্দোলনে মুন্নি আপার ভূমিকা প্রশংসনীয়। সব সময় সুখে-দুঃখে আমরা তাঁকে কাছে পেয়েছি। মামলা-হামলা,সরকারী জুলুম নির্যাতনের বিরুদ্ধে তিনি সব সময়ে আমাদের পাশে থেকেছেন। তাই এলাকার উন্নয়নে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় হামিদ ভাইকে আমাদের এমপি হিসেবে দেখতে চাই। এ ব্যাপারে হামিদুর রহমান হামিদ বলেন,- “সব সময় দলের জন্য কাজ করার চেষ্টা করেছি। দল যাকে মনোনয়ন দিবে আমি তার জন্যই ঝাঁপিয়ে পরবো। সবার আগে দরকার দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। তাহলে মুক্তি পাবে গণতন্ত্র, মুক্তি পাবে দেশ”। তবে দলীয় মনোনয়ন নিশ্চয়ই আমি প্রত্যাশা করি।