আজ বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৬ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলে ফেরানো হচ্ছে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। তবে সাব্বিরের সঙ্গে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেন পেসার তাসকিন আহমেদও।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেয়া হয়েছে একটি নতুন মুখ। ইতিমধ্যেই টেস্ট খেলে ফেলা তরুণ অফ স্পিনার নাঈম হাসানকে নেয়া হয়েছে ওয়ানডে দলে। আজ বিকাল সাড়ে ৫টায় বিসিবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের এই দলটির ঘোষণা দেয়া হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়নাডে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান রুম্মন।