আজ বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৩ পূর্বাহ্ন
মাহবুবা পারভীন, বগুড়া # বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ বাছিরন বেগম (৩৮) নামের এক নারী মাদক বিক্রেতাকে অাটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে মোকামতলা লক্ষিপুর লওনা এলাকার নিজ বাড়ি থেকে তাকে অাটক করা হয়।
অাটক বাছিরন ঐ এলাকার অাব্দুর রশিদের স্ত্রী বলে জানা গেছে। জানা যায়, মোকামতলা এলাকার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী বাছিরন বেগম ও ফুদালী বিবি ফেন্সি (২৪) মঙ্গলবার সকালে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর রেজাউল করিম রেজা ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে অাটক করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর নারী মাদক সম্রাজ্ঞী ফেন্সি দৌড়ে পালিয়ে যায়। অাটক নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস অাই রেজাউল করিম রেজা জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অত্র তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এই এলাকায় মাদক বিরোধী অভিযান চলছে। কোনভাবেই মাদক ব্যবসার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা, মাদক মুক্ত দেশ গড়তে।