শনিবার, ২ মাঘ, ১৪২৭, ১৬ জানুয়ারি, ২০২১, সকাল ৮:৫১ মি:
মোহন মোড়ল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একটি পাকা রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকালে উপজেলার রাঢ়িখাল এলাকার নতুন বাজার থেকে সরকারি এতিম খানা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবী এই কর্মসূচির আয়োজন করে স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম শিকদার, আইয়ুব আলী’ মহাসিন উদ্দিন, মকবুল মৃধা, ডাঃ তোফাজ্জল, স্থানীয় আওয়ামী লীগ নেতা খালেক মোল্লা, আলতাফ চৌকিদারসহ প্রায় ৩ শতাধিক এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা বলেন, ওই রাস্তা সংলগ্ন অগ্রসর বিক্রমপুরের একটি পুকুরে মাছ চাষের কারণে রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে রাস্তার পাড় ধ্বসে পরছে। এছাড়াও পাকা রাস্তাটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। এতে করে মানুষের চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পরে।
মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তারা। এই রাস্তায় ওই এলাকার জগন্নথপট্রি, কাঠিয়াপাড়া ও টেটামারাসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।