সফিউল্লাহ আনসারী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী মোড়ে বুধবার রাত আনুমানিক ৭টার সময় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় এক বৃদ্ধা নিহত হয়।
পরিবার সুত্রে জানা যায়, নিহত মাষ্টার বাড়ী বাজার ব্যবসায়ী ঢাকা টেনলার্স এর মালিক মোঃ মোজাম্মেল হকের মা কাচিনা ইউনিয়নের তালাব গ্রামের মৃত-হাফিজ উদ্দিনের স্ত্রী নূরজাহান বেগম (৬৫) উপজেলার হবিরবাড়ী আমতলী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী একটি মাইক্রোবাস চাপায় গুরুতর আহত হয়।
পরে স্থানিয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ জানান মাইক্রোবাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।
আপনার মতামত লিখুন :