রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সন্ধ্যা ৭:২৫ মি:
রবিন তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশ কে আহবায়ক এবং জিয়াদ সিদ্দিক কে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলাইমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদিত আহবায়ক কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়েছে।
টাঙ্গাইল জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় জেলার আহবায়ক মুহাম্মদ সাজ্জাদুর রহমান খোশনবীশ এবং সদস্য সচিব জিয়াদ সিদ্দিক টাঙ্গাইল জেলার মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য গত ২৩ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান সোলাইমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে টাঙ্গাইল জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক কমিটিতে আরো যারা রয়েছেন, তারা হলেন- যুগ্ম আহবায়ক শামিম আল মামুন, জাহাঙ্গীর আলম, মোঃ সাব্বির হাসান পল, আরাফাত রহমান, রওশন আরা আক্তার।
আহবায়ক সদস্য এডভোকেট এস আকবর খান, অধ্যাপক রেজাউল করিম, সৈয়দ সাদিকুল ইসলাম, খন্দকার আবু সুফিয়ান শ্যামল, রবিন তালুকদার (সাংবাদিক), আরিফুর রহমান চন্দন, হাসিবুল ইসলাম পিন্টু, প্রকৌশলী জাহিদ রানা, ফয়সাল মাহমুদ রনি, নবীনুর রহমান নবীন, আব্দুল আলীম, মামুন মিঞা, শাহআলম মিয়া, আসাদুজ্জামান সোয়েব, জাহিদ, তাপস, এরফানুল করিম খান, আরাফ আল জামান অনয়, আফতাবুল ইসলাম বাবু, হাসনা হেনা, মাহবুবা মুন্নু, হাফিজ হাসনাত আপেল।
নবগঠিত জেলা কমিটির আহবায়ক টাঙ্গাইল জেলার সকল মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ করে মুক্তিযোদ্ধা পরিবার ও দেশের সাধারণ মানুষের সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি জেলার সকল উপজেলায় শক্তিশালী সাংগঠনিক কমিটি গঠন করবেন বলে জানান।