শনিবার, ২ মাঘ, ১৪২৭, ১৬ জানুয়ারি, ২০২১, সকাল ৭:৫৬ মি:
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনা শেষে সর্ব উত্তরের পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জাকিয়া খাতুন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। জাকিয়া খাতুন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে দলীয় প্রার্থী জাকিয়া খাতুন বলেন, পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি। আশা করছি, পঞ্চগড় পৌরসভাবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌরসভা গড়ার সুযোগ করে দেবেন।
ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।