রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সন্ধ্যা ৬:৪৮ মি:
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন মন্ডল (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মান্দার কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামের মৃত আব্বাছ আলী মন্ডলের ছেলে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে আসার পথে তিনমাথার মোড়ে স্ট্রোক করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালেই ইন্তেকাল করেন। পরিবার জানায়, দীর্ঘদিন হৃদরোগ এবং ডায়াবেটিস রোগে ভূগছিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন। জীবিতাবস্থায় ইন্ডিয়াতে তার হার্টে রিং পরানো হয়েছিল।
অধ্যক্ষ আলমগীর হোসেন মৃত্যুকালে ১ স্ত্রী, ১ পুত্র এবং ১ কন্যা রেখে গেছেন বলে জানিয়েছেন চাচাতো ভাই কয়াপাড়া কামারকুড়ি (কে.কে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম। শনিবার (২৮ নভেম্বর) মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
অধ্যক্ষের মৃত্যুর সংবাদ পেয়ে নিকটতম আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, সহকর্মী, শিক্ষার্থীরাসহ মান্দার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে ফেসবুকে আবেকঘন স্ট্যাটাস দিয়েছেন।