রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সন্ধ্যা ৭:৪০ মি:
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ দীর্ঘ এক যুগ পর পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ টি ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। প্রতিটি ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
শুক্রবার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল কাদের মাসুম ও সাধারণ সম্পাদক মণিরুজ্জামান মানিক দেবীগঞ্জ উপজেলা, পৌরসভা ও দেবীগঞ্জ সরকারি কলেজের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় এবং আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটিকে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
আসাদুজ্জামান সুমনকে আহ্বায়ক ও মেহেদী হাসান তুহিনকে সদস্য সচিব করে উপজেলা আহ্বায়ক কমিটি, সাদ্দাম হোসেন পাটোয়ারীকে আহ্বায়ক ও ইব্রাহীম আলীকে সদস্য সচিব করে পৌর কমিটি এবং খালিদ মাহমুদ সৈকতকে আহ্বায়ক ও মুরাদ ইসলামকে সদস্য সচিব করে দেবীগঞ্জ সরকারি কলেজ কমিটি অনুমোদন দেয়া হয়।
উপজেলা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, ১২ বছর পর দেবীগঞ্জে আহ্বায়ক কমিটি পেল ছাত্রদল। আহ্বায়ক কমিটি অনুমোদনের পর থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। আশা করছি দেবীগঞ্জের ৩ টি ইউনিট নির্দিষ্ট সময়ের আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।