সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, রাত ১২:৩৬ মি:
জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোঃ আল ইমরান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার
শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৮ টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়।