সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, সকাল ৬:৪৪ মি:
আল মামুন, নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রীদের জমানো অর্থ দিয়ে চাষীর হাসির নামের একটি সামাজিক সংগঠনের মাধ্যমে এক হাজার অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল সরকারী কলেজ মাঠসহ জেলার সাত উপজেলায় দুস্থ ও অসহায় কর্মহীন মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫শ শিক্ষার্থীর জমানো অর্থ তাদের নিজের গড়া চাষীর হাসি সংগঠনের মাধ্যমে এ ঈদ সামগ্রী দেয়া হয়। এর মধ্যে রয়েছে ১কেজি পোলার চাউল, ১কেজি ডাউল, ১কেজি চিনি, ১কেজি সেমাই, লাচ্ছা সেমাই, ২ পিস সাবান, ১২পিস শ্যাম্পু এবং ১কেজি গুড়া ধুদের প্যাকেট।