আল মামুন, নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ, লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব ঘিওর উপজেলাবাসীকে দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়ের পক্ষ থেকে সংশ্লিস্ট উপজেলার সকলকে মাহে রমজান ও ঈদুল- ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি সাংবাদিকদের জানান – বছর ঘুরে আবারো মানবতার সুমহান আদর্শ নিয়ে মুসলমানদের দরবারে হাজির পবিত্র মাহে রমজান।
তিনি আরো বলেন, এবারের রমজান মাসটি বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। ধর্ম যার যার উৎসব সবার, তাই ঈদ আনন্দ ধণী-গরীব সবাইকে সমানভাবে ভাগাভাগী করে নেয়ার আহবান জানান তিনি।