সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, রাত ১:৩০ মি:
রবিন তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি : দেশের রেল যোগাযোগকে আরেক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে বহুল প্রতিক্ষিত যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মানের ভিত্তিফলক উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে গন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল সেতুর ভিত্তিফলক উম্মোচন করেন। এসময় বঙ্গবন্ধু সেতুর পুর্ব প্রান্ত টাঙ্গাইলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো: আতাউল গনিসহ বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।