রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সন্ধ্যা ৬:১৬ মি:
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে সরিষাবাড়ী- ময়মনসিংহ সড়কের পুপলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউপির বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে ছাইদুল ইসলাম ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাদের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ছাইদুল ও আকাশ উপজেলার সেনাকৈর বাজারে যাচ্ছিলেন। বাজারে যাওয়ার পথে পৌর শহরের পুপলার মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল মরদেহ দুইটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
সরিষাবাড়ী থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।