শনিবার, ২ মাঘ, ১৪২৭, ১৬ জানুয়ারি, ২০২১, সকাল ৭:৫১ মি:
রাঙামাটির নানিয়ারচরে গিরি চাকমা (৪০) নামের এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত গিরি চাকমা প্রসীত গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।
নানিয়ারচর থানার ওসি মো. কবির হোসেন জানান, বুধবার সকালে সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।