শনিবার, ২ মাঘ, ১৪২৭, ১৬ জানুয়ারি, ২০২১, সকাল ৯:১২ মি:
খাগড়াছড়ির দীঘিনালায় মো. শাকিল হোসেন (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় লাশটি পাওয়া যায়।
নিহত শাকিল হোসেন দীঘিনালার মেরুং ইউনিয়নের শহীদ জব্বারপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও মেরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দীঘিনালার মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন জানান, আওয়ামী লীগ নেতা শাকিল হোসেন শুক্রবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে রেংকার্য্য এলাকায় যান।
রাত ১০টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি আম গাছে শাকিল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। দীঘিনালা থানার ওসি উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।