আল মামুন, নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়নের চরঘিওর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা সাবেক ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
মৃত্যু কালে তিনি দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী রেখে যান। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন। তিনি গতকাল বিকেলে (২৫ নভেম্বর )নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আজ সকাল ৯ ঘটিকার সময় চরঘিওর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মৃত আবুল হোসেনের বড় ছেলে মোঃ মোতাহার হোসেন মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান, ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ, ঘিওর থানা (ওসি তদন্ত) মোঃ মহব্বত খান, আঃ মজিদ মাষ্টার, ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুলসহ শতশত ধর্মপ্রাণ মুসলিম।