রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সন্ধ্যা ৬:৩৬ মি:
স্টাফ রিপোর্টার, আল মামুন : মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, কমপ্লেক্সের সামনে ব্যানার টানানো। তাতে বড় করে লেখা বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি।
ব্যানারের সামনে চেয়ার নিয়ে বসে কর্মসূচি পালন করছেন হেলথ এ্যাসিস্ট্যান্টরা। তবে সেবা প্রত্যাশিদের সাময়িক অসুবিধার জন্য তারা স্থানীয় সেবা প্রত্যাশিদের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।
কর্মবিরতি কর্মসূচির আহবায়ক কমিটির সভাপতি মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট ঘিওর উপজেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ।