সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, রাত ১২:৪৬ মি:
আবিদ হাসান জুয়েল (নানাভাই), গফরগাঁও : আসন্ন গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সর্মথন পেয়েছেন বর্তমান মেয়র ও স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ জেলা কমিটির সহসভাপতি এসএম ইকবাল হোসেন সুমন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় তার নাম ঘোষনা করেন সভার সভাপতি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।
উপজেলা আওয়মীলীগ সূত্রে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূল পর্যায়ে থেকে প্রার্থী বাছাই করে কেন্দ্রে নাম পাঠানোর জন্য মঙ্গলবার বিকালে মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা আহবান করা হয়। সভায় ২৮ ডিসেম্বর গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাজাই করে কেন্দ্রে নাম প্রেরনের জন্য আলোচনা করেন কার্যনির্বাহীর সদস্যরা।
বর্তমান মেয়র এস এম ইকবাল হোসেন সুমন একক প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মেয়র পদে এসএম ইকবাল হোসেন সুমনের নাম গৃহীত হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সাধারন সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ, পৌরসভা আৗয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারন সম্পাদক মতিউর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।