রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সন্ধ্যা ৭:২০ মি:
আবিদ হাসান নানাভাই, গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপি থেকে দুজনসহ কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর পদে ৩১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) নির্ধারিত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পৌরসভার ১২টি কাউন্সিলর পদের মধ্যে একটি সংরক্ষিত ওয়ার্ড ও দুইটি সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে একজন করে ও অন্য ওয়ার্ডগুলোতে একের অধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস আরো সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গফরগাঁও পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড ৩ (৭, ৮, ৯ নং ওয়ার্ডে) এ মোছঃ পারভীন আক্তার, ৬ নং ওর্য়াডে বাবুল হোসেন, ৭ নং ওয়ার্ডে মোঃ শাহজাহান সাজু এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকলে তারা বিনা প্রতিদ্বনিদ্বতায় নির্বাচিত হবেন। তারা তিনজনই বর্তমান কাউন্সিলর।
এবার গফরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির মনোনীত দুই মেয়র প্রার্থীসহ ৩১ জন কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯টি সাধারন ওয়ার্ডে ২৬ জন ও তিনটি সংরক্ষিত নারী আসনে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, বিএনপি মনোনীত সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এছাড়া ১ নং ওয়ার্ডে মোঃ আব্দুর রহমান, শিহাব উদ্দিন আহাম্মেদ, মোঃ আব্দুল মোতালেবসহ মোট ৩ জন, ২ নং ওয়ার্ডে মোঃ সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ভুইয়া, মোঃ মাহাবুল আলম, মোঃ শাহনেওয়াজ, আঃ খালেক আকন্দসহ মোট ৫ জন ৩ নং ওয়ার্ডে মোঃ মুকবুল হোসেন, আনিছুর রহমান, মোহাম্মদ আকরাম হোসেন, মোঃ আজিজুল হকসহ মোট ৪ জন, ৪ নং ওয়ার্ডে মোঃ সোহরাব উদ্দিন, মোঃ জালাল উদ্দিন আকন্দ, আলি আমিনসহ মোট ৩ জন, ৫ নং ওয়ার্ডে মোঃ মশিউর রহমান, মোঃ আলফাজ উদ্দিন, আমিন রাজ্জাক লিটনসহ মোট ৩ জন, ৬ নং ওয়ার্ডে মোঃ আমান, মোঃ লাল চাঁন মিয়াসহ মোট ২ জন, ৭ নং ওয়ার্ডে মোঃ শাহজাহান সাজু একক, ৮ নং ওয়ার্ডে মোঃ বাবুল হোসেন একক, ৯ নং ওয়ার্ডে তানভীর আহমেদ খলিল, মোঃ ফয়জুর রহমান, মোঃ রফিকুল ইসলাম. মোঃ ইব্রাহিম খরিল (বোলটন) সহ মোট ৪ জন, সংরক্ষিত নারী আসন ১ (১, ২ ,৩ নং ওয়ার্ডে) শামছুন নাহার শিখা, মোসাঃ হোসনারা বেগমসহ মোঃ ২ জন, সংরক্ষিত নারী আসন ২ (৪,৫ ,৬ নং ওয়ার্ডে) পারভীন বেগম, নীলোফা ইয়াছমিনসহ মোট ২ জন, সংরক্ষিত নারী আসন ৩ (৭,৮ ,৯ নং ওয়ার্ডে) মোছাঃ পারভীন আক্তার এককভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসের সামনে (উপজেলা চত্বরে) এক উৎসবমুখর পরিবেশে লক্ষ্যনীয় ছিলো। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীগণ ভীড় জমাতে থাকে। এবারের পৌর নির্বাচনে বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে বলে উপস্থিত অনেকই মত দিয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল নববার্তা’কে।