সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, রাত ১:৩৭ মি:
আবিদ হাসান নানাভাই, গফরগাঁও প্রতিনিধি : “সবাই একসাথে, একযোগে সর্বত্র আপনার এলাকায় আপনি যুক্ত হোন, অন্যদের যুক্ত করুন” স্লোগানে মহামারী করোনা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর ) সকালে খাঁন বাহাদুর ঈসমাইল হোসেন সড়কে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য দুলাল উদ্দিন আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নাজমুল হক ঢালী, ছাত্রলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
অপর দিকে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মাস্ক বিতরণ ও পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযানে মাস্ক বিহীন পথচারীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কাবেরী রায়।
এছাড়াও উপজেলা শিক্ষা অফিসের নির্দেশ উপজেলাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও অবিভাবকদের মধ্যে এবং বিভিন্ন ইউপি কার্যালয়ে সেবা গ্রহীতাদের মধ্যেও দিনব্যাপী এ মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বলেও জানা যায়।